• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩৩:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩৩:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রাউজানে গোলামুর রহমান মাইজভান্ডারীর স্মরণে ওরশ অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী ও বার আউলিয়ার স্মরণে রাউজানের হলদিয়া ইউনিয়নস্থ অলির টিলায় ১৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার  দিনব্যাপী নানান কর্মসূচির মধ‍্যে দিয়ে মহাসমারোহে এ ওরশ অনুষ্ঠিত হয়।ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কালু সওদাগর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এবং ওরশ শরীফ পরিচালনা কমিটির ব‍্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল। পরে দেশ ও জাতির কল‍্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ‍্যমে ওরশ শরীফ সম্পন্ন হয়।আখেরি মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে বেতাগিয়া মোহাম্মদীয়া দরবার শরীফের খতমে খাজেগানের ইমাম মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ্ মোয়াল্লেমী। মোনাজাতের পর ওরশ শরীফে আগত প্রায় দশ হাজার আশেক-ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হয়।ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ওরশ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাছির, মোহাম্মদ জামাল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইউছুপ কন্টাক্টর, মোহাম্মদ আহমদ ছাফা, মোহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ বাবর আলী মানিক, প্রবাসী রাশেদ প্রমুখ।