• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৫১:২৯ (27-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৫১:২৯ (27-Apr-2025)
  • - ৩৩° সে:

মৌলভীবাজার মদের বোতলসহ মাদককারবারি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশী মদসহ মো. আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল রোববার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলাউদ্দিন ওরফে আলাইকে গ্রেফতার করা হয়।এ সময়ে ঘটনাস্থল থেকে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় Officers Choice ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।গ্রেফতার আলাউদ্দিন বড়লেখা থানাধীন পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে।বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাশেম সরকার জানান, গ্রেফতার আলাউদ্দিন বড়লেখার চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে মাদক, চুরিসহ চারটি মামলা রয়েছে। ৫০ বোতল মদ জব্দের ঘটনায় আলাউদ্দিন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।