• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০২:০০:২৬ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০২:০০:২৬ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আক্কেলপুরে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিচ ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে  উপজেলার গোপীনাথপুর ইউপির সোনামুখী মোড়ে ডিবি পুলিশ ও আক্কেলপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।আটকরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মৃত আব্দুস সাত্তারের ছেলে রুবেল (৩৩)। জয়পুরহাট সদর উপজেলার সাকিদার পাড়া সোলেমান প্রামানিকের মেয়ে নাজমা আক্তার (৪০)। কুমিল্লার চান্দিনা থানার সাইকোট গ্রামের সুলতানের মেয়ে নাসরিন আক্তার (২৫)।জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর ইউপির সোনামুখী মোড়ে বড় মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে যৌথ অভিযানে মাদক দ্রব্য সহ মাদক ব্যবসায়ী ও প্রাইভেট কারসহ আটক করা হয়।জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার প্রাইভেট কার থানায় জব্দ করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।