ধনবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিনজাপুর গ্রাম থেকে ৮০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ ।৭ এপ্রিল সোমবার ভোররাতে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ নেতৃত্বে গতকাল (সোমবার) ভোররাতে অভিযান চালিয়ে মৃত আব্দুল লতিফের কন্যা, লাল মিয়ার স্ত্রী মোছা. সাহিনুর বেগম ওরফে জোসনা বেগম (৩২) এবং একই গ্রামের মৃত আব্দুস সামাদ মাস্টারের ছেলে এটিএম আসাদুজ্জামান ওরফে হাবলু (৫৫) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে ৮০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহ বলেন, তাদেরকে ৮০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে । মাদক সন্ত্রাসসহ যেকোনো রাষ্ট্রবিরোধী আইনবিরোধীকে ছাড় দেওয়া হবে না ।এ ব্যাপারে মাদক আইনে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।