• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৯:৪৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৯:৪৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

এক হাজার ৫ বোতল ফেনসিডিলসহ ডিবির জালে মাদক সম্রাট

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং থেকে ১ হাজার ৫ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক সম্রাট জুবায়ের হোসেন জুয়েলকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ঢাকা বিশেষ অভিযানে এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতার হওয়া জুবায়ের হোসেন জুয়েল বরগুনার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সাভারের আলমনগর সুগন্ধা হাউজিংয়ের আতিকুর রহমানের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে পাইকারি ফেনসিডিল বিক্রি করতেন।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাট জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ১ হাজার ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জুবায়ের দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেন্সিডিল এনে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করতেন।তিনি বলেন, সিডিএমএস তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়া জুয়েলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আমরা তার সাথে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।