• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

মাপে কম দেওয়ায় তেলের পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ডিজেল, পেট্রোল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে সাতক্ষীরার তালায় মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশন তেলের পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান আজ বৃহস্পতিবার এক অভিযানে এই জরিমানা করেন।৩ অক্টোবর বৃহস্পতিবার তিনি উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালান।অভিযানে উপজেলা খাদ্য অফিসের খাদ্য পরিদর্শক (সেনেটারি ইন্সপেক্টর) শরীফ মো. আব্দুল মতিন জানান, মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে প্রতি লিটার তেলে ১০০ গ্রাম কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এই অভিযানে।