• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৫:২৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৫:২৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দোকান ভাঙচুর ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মধুপুর ইউনিয়নের চেংমারি নামক এলাকায়।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব থেকে আকবর আলীর সঙ্গে একই গ্রামের জাইদুল হকের সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব হয়ে আসছে। তার জের ধরে বুধবার বিকালে জাহিদুল হক ও তার লোকজন দলবদ্ধ হয়ে লাঠি, ছোরা ও লোহার রড নিয়ে আকবর আলীর ছেলে তুহিনের হার্ডওয়্যারের দোকানের ভিতর ঢুকে  দোকান থেকে টানা হ্যাচরা করে বাইরে বের করে বেধড়ক মারপিট করে।ওই সময় দোকানদার তুহিনকে হত্যার উদ্দেশ্যে জাহিদুল হক মাথায় আঘাত করতে ধরলে বাম হাত দিয়ে ঠেকানোর সময় হাতের কনুই এর ভাজে লেগে গুরুতর জখম হয়। পরে জাইদুল হক ও তার লোকজন মিলে দোকানে থাকা মালামালসহ দোকান ভাঙচুর করতে থাকে। ঘটনাস্থলে তুহিনের ডাক চিৎকারে বাজারে থাকা লোকজন এগিয়ে এলে বিভিন্ন রকম হুমকির দিয়ে চলে যায়।স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জখমের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তুহিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ১৭ অক্টোবর বৃহস্পতিবার তুহিনের বাবা আকবর আলী বদরগঞ্জ থানা এসে একটি লিখিত অভিযোগ করেন।বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন সরকার বলেন, থানায় একটি মারধরের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।