সৈয়দপুরে হাজার পরিবারের মাঝে ট্রাস্ট ব্যাংক ও রোটারী ক্লাবের কম্বল বিতরণ
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি রবিবার শহরের অফিসার্স ক্লাব চত্বরে ইকু গ্রুপের সার্বিক সহযোগিতায় ওই কম্বল বিতরণ করা হয়। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মিস হুমায়রা আজম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান জামান চৌধুরী, এসভিপি মো. রিয়াদ হোসেন, ইকুর ম্যানেজিং ডিরেক্টর ইরফান আলম ইকু।এ সময় অসহায় মানুষের উদ্দেশ্যে সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি।এছাড়াও রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।২১ জানুয়ারি রবিবার বেলা ১১টায় শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।রোটারী ক্লাব অব সৈয়দপুরের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী।এ সময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ইমতিয়াজ, মো. মোস্তফা, আলহাজ্ব মো. জোবায়ের আলম জুবায়ের, রোটারী ক্লাব অব সৈয়দপুরের সেক্রেটারী রোটারিয়ান শাহ্ আহসান হাবীব, রোটা. দেলোয়ার হোসেন সরকার, রোটা. তারিকুল আলম তারিক, রোটা. মাজেদুল ইসলাম, রোটা. আজহার সরকার রানা, রোটা. এ্যাড. খালিদ ইকবাল, রোটা. মমতাজ মিন্টু, রোটা. আলহাজ্ব মাহবুব আলম, রোটা. আবু আসলাম, মোবাশ্বের আলম প্রিন্স, রোটা. কোহিনুর বেগম, রোটা. খালেকুজ্জামান বুলু, রোটা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।