বদলগাছীর মিঠাপুর ইউনিয়নে লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের স্বশরীরে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে।২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই ভেরিফিকেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজীব আহমেদ, মিঠাপুর ইউনিয়ন সমাজকর্মী আবু হাসান, রাজিয়া সুলতানা, সাংবাদিক বুলবুল আহমেদসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।লাইভ ভেরিফিকেশনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ মিঠাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভাতাভোগীদের কার্ড উত্তোলন করে তাদের সত্যতা যাচায় বাচাই করে পুনরায় ফেরত দেন।মূলত, যারা প্রকৃত ভাতাভোগী তারাই যেন ভাতা পায়, সেজন্যই এই লাইভ ভেরিফিকেশনের আয়োজন করা হয়।