• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২০:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২০:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দিনাজপুরের জেলা ও দায়রা জজ আদালত। ২৪ জুলাই সোমবার সকালে জাবিদ হোসেনের আদালত এ রায় ঘোষণা করে।মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে সদর উপজেলার মাধবপুর চিড়াকুটি পাড়ার শ্রী লালু চন্দ্র রায়ের ছেলে প্রভাত চন্দ্র রায়ের সাথে বিয়ে হয় একই এলাকার ববিতা রানীর। বিয়ের পর তাদের ঘরে এক পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় সবসময় ঝগড়াঝাটি লেগে থাকতো।একপর্যায়ে ঝগড়াঝাটি চরমে পৌঁছালে ববিতা রানীর স্বামী প্রভাত চন্দ্র নেশাগ্রস্থ অবস্থায় ২০১৭ সালের ২৮ ডিসেম্বর তার উপর হামলা চালায়। হামলায় মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই ববিতা রানীর মৃত্যু হয়। এ ঘটনায় ববিতা রানীর বোন বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করে।সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন, পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম এবং বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট খলিলুর রহমান।