• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:১৮:১২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:১৮:১২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ইট ভাটায় গাঁজার চাষ: চাষী গ্রেফতার

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের কাজিরহাটে একটি ইটের ভাটা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা চাষী মো. জামাল হাওলাদার (৪৩) কে গ্রেফতার করেছে ১০ আর্মড পুালিশ ব্যাটালিয়ন। গ্রেফতার জামাল আন্দারমানিক ইউনিয়নের ভংগা ৯ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন হাওলাদার পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ইট ভাটায় গাঁজা চাষ করছিলেন জামাল হাওলাদার। ইটের ভাটায় কাজ করা শ্রমিকরাই তার গাঁজার প্রধান খদ্দের। এ ঘটনায় ১০ জুলাই সোমবার রাতে বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই অশোক কুমার বর্মন বাদী হয়ে কাজিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের  করে, মামলা নম্বর-৩ । মঙ্গলবার গ্রেফতার জামাল হাওলাদারকে আদালতে পাঠানো হয়।সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে জানান, সোমবার বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদে হাওলাদার ব্রিক ফিল্ডে অভিযান চালায়। এ সময় ব্রিক ফিল্ডের গরুর খামারের পূর্ব পাশে গাঁজা গাছ পরিচর্যারত অবস্থায় জামালকে আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টা করেন জামাল। পরে তাকে গাঁজা গাছসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া গাঁজা গাছটির ওজন ৩ কেজি, যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা।কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়ের বলেন, সোমবার রাতে এসআই অশোক কুমার বর্মন বাদী হয়ে কাজিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতার গাঁজা চাষী জামাল হাওলাদার ও জব্দ হওয়া গাঁজা গাছটি মঙ্গলবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।