• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:২৪:১১ (25-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:২৪:১১ (25-Feb-2025)
  • - ৩৩° সে:

হিজাব মেয়েদের সৌন্দর্য-সম্ভ্রম: অধ্যাপক মানজুরে ইলাহী

নরসিংদী প্রতিনিধি: ইসলামীক স্কলার ও লেখক, গবেষক, শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী বলেছেন, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়তে গিয়ে মেয়েরা ইসলাম হারিয়ে বসেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা হাফপ্যান্ট পড়ে চলে ফেরা করে। আর ব্যতিক্রম দেখেন মাদ্রাসা গুলোতে মেয়েরা হিজাব পড়ে কত সুন্দর ভাবে চলেন। কারণ হিজাব মেয়েদের সৌন্দর্য ও সম্ভ্রম, হিজাব নারীদের সম্মাননা।২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সদর উপজেলার কান্দাইল গ্রামে নিজাম উদ্দিন ভূঁইয়া দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায় কোরআনে হাফেজদের পাগড়ি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।অত্র মাদ্রাসার সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া (লিটন) সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার উপদেষ্টা শমসের জামান।মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমাদ যুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবদী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল বাতেন শাহীন, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ অনুষ্ঠানে অত্র মাদ্রাসার চতুর্থ শিক্ষাবর্ষের হিফজ সম্পন্নকারী তিনজন ছাত্রদের পাগড়ি প্রদান ও নাজেরা এবং নূরানী তালিমুল কোরআন ঢাকা বোর্ডের অধীনে নরসিংদী জেলায় শীর্ষ তালিকায় অবস্থানকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন। এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।