• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে চুরি হওয়া অটো খুঁজতে গিয়ে মোটরসাইকেল উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার শালবন এলাকার শালবাগান চেকপোস্ট সংলগ্ন বনায়ন এগ্রো নার্সারিতে লতা পাতা দিয়ে ঢাকা অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।২৪ জুন সোমবার রাতে উপজেলার জগদল মিশন এলাকার আব্দুল আল কাফি প্রতিদিনের মতোই তার চার্জার অটো সারাদিন চার্জ দিয়ে ঘুমিয়ে যায়। কিন্তু ভোর রাতে বৃষ্টির মধ্যে তাদের বাড়ির গেট ভেঙে অটোটি চুরি করে নিয়ে যায় চোর। ঘুম থেকে উঠে দেখেন তাদের সংসার চালানোর একমাত্র অটোটি বাড়িতে নেই।অটো খুঁজে পাওয়ার আশায় তার পরিবারের সদস্যরা এবং এলাকার কয়েকজন বিভিন্ন জায়গায় খুঁজতে গেলে কাজল হাজির পাম্পের পূর্ব পাশে শালবন যাওয়ার রাস্তার সামনে অটো পেলেও ব্যাটারি খুঁজে পায়নি।বীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, ভোর বেলায় তাকে ফোন দিলে তার বাসায় যাওয়ার পথে অটোটি দেখতে পান। পরে ব্যাটারি খুঁজতে গিয়ে শালবাগান চেকপোস্ট সংলগ্ন বনায়ন এগ্রো নার্সারির সীমানা প্রাচীরের গর্তের মাঝে লতা পাতা দিয়ে ঢাকা অবস্থা দেখে সন্দেহ মনে হলে লতা পাতা সরিয়ে দেখেন মোটরসাইকেল।এসময় বীরগঞ্জ থানাকে অবগত করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে এস আই নূরনবী ইসলামসহ থানা পুলিশের একটি টিম মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, শালবন থেকে পরিত্যক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলমান রয়েছে।