• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৩:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৩:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

দৌলতপুরে মোবাইল কোর্টে ৩ লক্ষ্য টাকা জরিমানা, ২টি ড্রেজার ধ্বংস

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের যমুনা নদী থেকে দুটি ড্রেজারে অভিযান পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা, ২০০০ ফিট পাইপ ও ২টি মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম।ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তথ্য মতে জানা গেছে, দীর্ঘ দিন যাবত একটি চক্র অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। যার ফলে নদীর পাড়ের বাড়ি ঘর ও ফসলি জমি ধ্বংস হয়।১ জানুয়ারি বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাচামারা ইউনিয়নের বাজারের পশ্চিম এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা অনুযায়ী ৩ লক্ষ টাকা জরিমানা, ২০০০ ফিট পাইপ ও ২টি মেশিন ধ্বংস করে।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) আহসানুল আলম জানিয়েছেন, আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সকল কার্যক্রম এ এলাকা থেকে সম্পূর্ণভাবে শেষ করা হবে।