• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:৫৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:৫৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

রংপুরে মোমবাতি জ্বালিয়ে শহীদ মিনারে প্রতিবাদী গান

রংপুর ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও পুলিশের হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করে ও প্রতিবাদী গান গেয়ে বিক্ষোভ করেছেন রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজ।৩ আগস্ট শনিবার সন্ধ্যায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ মোমবাতি হাতে অংশ নেন।এ সময়ে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তুলে নেওয়া, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ হত্যার সঙ্গে জড়িত সবার পদত্যাগসহ শাস্তির দাবি জানান।এর আগে দুপুরে শিক্ষার্থীরা রংপুর নগরীর প্রেসক্লারে সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশ থেকে রোববার আবারো একই স্থানে বিকেল ৪টায় সকলকে উপস্থিত থাকতে ঘোষণা দেয়া হয়।