• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩১ ভোর ০৪:২৮:১০ (07-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩১ ভোর ০৪:২৮:১০ (07-Feb-2025)
  • - ৩৩° সে:

মনিরামপুরে মৌমাছির কামড়ে নিহত ১, আহত ১০

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে মৌমাছির কামড়ে কওসার আলী মোল্যা নামে এক কাঠ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত দশ জন পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের কামালপুর মোড়ে একটি কাঠগোলায় (জ্বালানি কাঠের দোকান) কাজ চলাকালীন এ ঘটনা ঘটে। নিহত কওসার আলী মোল্যা উপজেলার সাতনল গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান নামে এক যুবক জানান, প্রতিদিনের ন্যায় কাঠ শ্রমিক কওসার আলী বৃহস্পতিবার সকালে কামালপুর মোড়ের কাঠগোলায় কাঠ ফাড়ছিলেন। হঠাৎ করেই পাশের বাগান থেকে হাজার হাজার মৌমাছি কাঠগোলায় থাকা কওসার আলীসহ কয়েকজনের ওপর চড়াও হয়ে কামড়িয়ে দেয়। ফলে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকেন তারা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কওসার আলী এবং উপজেলার ভরতপুর গ্রামের আবুল হোসেন, কামালপুর গ্রামের আজিজুর রহমান, মুন্সিখানপুর গ্রামের আলমগীর হোসেন, মকমতলা খানপুর গ্রামের সুমন হোসেন, গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমান, খানপুর গ্রামের অন্তরা দাস, কালিদাস, মনিরামপুরের হাবিবুল্লাহসহ অন্তত ১০ জন। এক পর্যায়ে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন রশিদ জানান, চিকিৎসাধীন অবস্থায় কওসার আলীর মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেয়া হয়েছে।