বেগমগঞ্জ যুবলীগের সদস্য গ্রহণ ও নবায়ন কর্মসূচি
নোয়াখালী প্রতিনিধি: কেন্দ্রের সিদ্ধান্তের প্রেক্ষিতে নোয়াখালীতে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে বেগমগঞ্জ ও চৌমুহুনী পৌরসভায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি পালন করা হচ্ছে। চৌমুহনী পৌর অডিটোরিয়াম হলে ২২ অক্টোবর রোববার এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ বিরণ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ছায়েফ উদ্দিন শাহাজাদা। নবায়ন ও সদস্য কার্যক্রমটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো. মনিরুল ইসলাম আকাশ।বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি গঠনতান্ত্রিক দল। আগামি প্রজন্ম বিনির্মানে যুবলীগ পারে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলতে। জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ আরও অনেকে।