ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপারের যোগদান
জ ই বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন এহতেশামুল হক। ২২ ডিসেম্বর রোববার তিনি দায়িত্ব বুঝে নেন।পুলিশ সুপার এহতেশামুল হক ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। ইতোপূর্বে তিনি পুলিশ সুপার হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পিবিআই ও মৌলভীবাজার জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।নবাগত পুলিশ সুপার এশিয়ান টিভিকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল নাগরিকের সহযোগিতা চাই। আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে শিক্ষা-সংস্কৃতির এই জেলাকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পারবো ইনশাআল্লাহ।