• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৪৩:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৪৩:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ বিবৃতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রসিদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন ও মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করে। এতে সারাদেশের ছাত্রজনতার অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়। এ অর্জনে অনেক মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশার মানুষ রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ছাত্রদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে স্বৈরাচার হাসিনার প্রেতাত্মারা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে এবং করার চেষ্টা করছে। তারা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদের ক্ষতি করছে।নেতৃবৃন্দ তাদের যৌথ বিবৃতিতে আরও বলেন, ছাত্রজনতার এই ঐতিহাসিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বৈরাচারের প্রেতাত্মারা সাথে মিশে ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষের সম্পদ লুট ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শন করছে। এসব অপকর্মে কোনো নেতাকর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।এছাড়া, পুরো এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা ও মানুষের জানমাল রক্ষায় পাড়া-মহল্লায় ছাত্রসমন্বয়ক ও প্রতিনিধিদের সাথে একত্রে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।