বদলগাছীতে ৩ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
বদলগাছী (নওগাঁ ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে ৩ দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার থেকে শুরু হয়ে উপজেলার সদর ইউনিয়নের ভাতশাইল এলাকায় ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।বদলগাছী উষা কৃষি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে এবং রাজশাহী রক্ত বন্ধন গ্রুপের সহযোগিতায় ভাতসাইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে কর্মসূচির কার্যক্রম চলমান থাকবে।উষা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. সাঈদ আল সাহাফ ও পল্লি চিকিৎসক পারভেজ আহমেদ এ কার্যক্রম পরিচালনা করছেন। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে এলাকার ছাত্রছাত্রীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন।