• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ বিকাল ০৩:২৮:৫০ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ বিকাল ০৩:২৮:৫০ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

রক্তদান কর্মসূচির আয়োজন করল ঢাকা কলেজ ছাত্রদল

ঢাকা কলেজ প্রতিনিধি : ঢাকা কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা।২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন- ইসলামে ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ার মাহমুদ, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান এবং সদস্য সচিব মিল্লাত হোসেন সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সদস্য বৃন্দ ।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, " ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন দরকার তারই ধারাবাহিকতা সূচিত হয়েছে এই কাজে । ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন' রক্তদান কর্মসূচি' তার মধ্যে একটি অন্যতম কাজ। ছাত্রদলের এমন মহৎ কাজের জন্য আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। "অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, "স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একটি মহৎ কাজ, ছাত্রদলের কর্মীরা যারা এমন কাজ হাতে নিয়েছো অবশ্য এটি প্রশংসার দাবি রাখে। বিগত সময়ে কিছু ছাত্ররা রক্ত নিতো আর তোমরা (ছাত্রদল) রক্ত দিচ্ছো এটাই ব্যতিক্রম। সেই সাথে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল কর্মীরা যারা এ কাজে যুক্ত হয়েছো সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। "