• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৪৯:০০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৪৯:০০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

পলাশে শিক্ষার্থীদের রঙতুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: রঙতুলির আঁচড়ে প্রায় শতাধিক গ্রাফিতি এঁকেছেন নরসিংদীর শিক্ষার্থীরা। গত কয়েক দিনব্যাপী নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন দেয়াল ও সড়কে কয়েকশ শিক্ষার্থী গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেন সংগ্রাম, সৌহার্দ্য আর স্বাধীনতার চিহ্ন। সংঘাত নয়, সাম্যের বাংলাদেশ চায় সকলেই।তুলির আঁচড়ে ফুটে উঠেছে এক একটি গ্রাফিতি। কেউ চিত্রশিল্পী নয়, সবাই শিক্ষার্থী। এই ছবি নরসিংদীর পলাশ উপজেলায়। নতুন রূপের নতুন দেশ, নতুন প্রজন্ম সাজাতে চায় নতুনের মতো করে। বৈরিতা নয়, সংঘাত নয় সকলেরই চাওয়া সাম্য ও স্বাধীনতার বাংলাদেশ।পলাশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দেয়ালে নানা ধরনের স্লোগান, জাতীয় পাতাকাও এঁকেছেন ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মেধার জয় তরুদের বিজয়ের জয়গান লেখেন। একই সাথে তারা পলাশের গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশের। শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে যে কার্যক্রম অব্যাহত রেখেছে তাতে আন্দদিত উল্লসিত উপজেলার সর্বস্তরের মানুষ।শিক্ষার্থী সাইমন রসুল শান্ত বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতায় লিফলেট বিতরণ, ক্যালিগ্রাফি অঙ্কনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছি। ভবিষ্যতে আমাদের আরো কর্মসূচি রয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব অংশগ্রহণ করছে। এদিকে স্থানীয়রা বলছে, এসব কর্মসূচি বাস্তবায়নের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে।রঙতুলির কার্যক্রমে অংশ নেয়া শিক্ষার্থী নুসরাত জাহান মিথিলা বলেন, এই আন্দোলন আমাদের একত্রিত করা শিখিয়েছে। ভবিষ্যতে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে আমরা শিক্ষার্থীরা এক হয়ে দেশের স্বার্থে কাজ করতে পারবো বলে আমার বিশ্বাস।শিক্ষার্থী সোহেব, নিহাদ ও মারিয়া তাবাসসুম মাইশা বলেন, আমরা বিজয়ের পর থেকে এ আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছি। সাথে সাথে বিভিন্ন স্লোগান এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে দেয়া হবে, যেন তারা নিজেরা সচেতন হয়। নতুন নেতৃত্বের পাশাপাশি নতুন প্রজন্মের হাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে নতুন সম্ভাবনায় পথে। এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীসহ সকলের৷