• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রঙিন ফুলকপি চাষ করে সফল খোকসার তরুণ উদ্যোক্তা বসির

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ করে ব্যপক সফলতা পেয়েছেন পৌর এলাকার পাতিলডাঙি গ্রামের তরুণ উদ্যোক্তা বসির আহমেদ। ভালো ফলনের পাশাপাশি ফুলকপির দামও পাচ্ছেন ভালো। ফলে রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় সবজি চাষিরা। রঙিন ফুলকপির সাফল্যে খুশি স্থানীয় কৃষি বিভাগও।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খোকসায় শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫১ হেক্টর জমিতে, কিন্তু আবাদ হয়েছে ৩৮২ হেক্টর জমিতে।  উদ্দ্যোক্তা বসির আহম্মদ জানান, বছরখানেক আগে ইউটিউবে দেখেছিলেন রঙিন ফুলকপির চাষ। তখনই তার মাথায় নিজ জমিতে আবাদের চিন্তা আসে। পরে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ২৫ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে হলুদ ও গোলাপি রঙের ফুলকপি চাষ করে ভালো ফলন পেয়েছেন। ইতোমধ্যে ২০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন। লাভের পাল্লা লাখ টাকা ছাড়াবে বলে আশা করছেন তিনি। তবে এবারের সাফল্যে, ভবিষ্যতে সবজি দিয়েই রাঙাতে চান তিনি।স্থানীয় সবজি চাষী দিলীপ কুমার জানান, বসির ভাই এটা আবাদ করে লাভবান হয়েছে। আগামী বছর আমরাও এই রঙিন ফুলকপির চাষ করবো।উপ-সহকারী কৃষি কর্মকর্তা রায়হান হোসেন জানান, রঙিন ফুলকপি একদিকে যেমন পুষ্টিগুণসমৃদ্ধ, অন্যদিকে বাজারের চাহিদাও প্রচুর। ফলে দাম তুলনামূলক বেশি।কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, উপজেলায় অধিক পুষ্টিগুণ সবজির চাহিদা পুরণে চাষের পরিসর বাড়াতে সব ধরনের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।