• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৬:২৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৬:২৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে জিহাদ হত্যার রহস্য উদঘাটন, আটক ১

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চাঞ্চচল্যকর শিশু জিহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।৭ জুলাই রোববার দুপুরে ঈশ্বরদী থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার গোস্বামী ঘটনার বিবরণ দিয়ে জানান, শুক্রবার বিকালে জিহাদ খেলার উদ্দেশ্যে বাড়ির বাহিরে গেলে সেখান থেকে আসিফ জিহাদকে বলাৎকারের উদ্দেশ্যে মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ভেতরে নিয়ে যায়। পরে বলৎকারে ব্যর্থ হয়ে জিহাদ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে।তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনার সাথে জড়িত একমাত্র অভিযুক্ত আসিফকে আটক করেছে পুলিশ। আটক আসিফ মুনসিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর পালানোর চেষ্টাকালে নাটোর বনপাড়া বাসস্ট্যান্ট থেকে প্রধান অভিযুক্ত আসিফকে আটক করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ শিশু জিহাদকে বলৎকারে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি শিকার করে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম।