• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৬:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৬:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ৪ দিনব্যাপী রাস মহোৎসবে পুণ্যার্থীর ঢল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের উত্তর সাবেক রাঙ্গুনিয়া দীঘিরপাড় রাসবিহারি ধামে চার দিনব্যাপী রাস মহোৎসব শুরু হয়েছে। প্রথম দিন ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। প্রথমদিন ধর্মীয় সংগীতাঞ্জলী, ধর্মীয় সভা, তারকব্রহ্ম মহানামযজ্ঞের অধিবাসসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।এদিন ধর্মীয় আলোচনায় অংশ নেন হাটহাজারী পুণ্ডরীকধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, উত্তর বঙ্গ বৈষ্ণব সংঘের যুগ্ম সম্পাদক চৈতন্য দাস।সভায় সভাপতিত্ব করেন রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিলটন সেন।এসময় আরও বক্তব্য দেন সমাজসেবক দীপেন সাহা, সাধন দত্ত, স্বপন সেন, সুজিত কুমার বিশ্বাস, পলাশ নাথ, শিপন নাথ, মানিক বিশ্বাস, রাস বিহারী ধামের কার্যকরী সভাপতি বিকাশ চন্দ্র কর, সাধারণ সম্পাদক টিটু সেন, অর্থ সম্পাদক সেবুব্রত রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুমন মজুমদার মুন্না, বিষ্ণুপদ দাশ,নারায়ণ ঘোষ, উৎসব কমিটির অর্থ সম্পাদক শম্ভু কান্তি বিশ্বাস প্রমুখ। চার দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে শত শত সনাতনী সম্প্রদায়ের সমাগম হয়। তাদের খাবারেরও আয়োজন করেন আয়োজকরা।