• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৩:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৩:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: রুহুল আমীন হাওলাদার

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই আশা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। ১৮ অক্টোবর বুধবার দুপুর ১ টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।পূর্বের জোট বজায় রেখে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি পূর্বের জোটই বজায় থাকবে। তবে পার্টির  চেয়ারম্যান শীঘ্রই এ বিষয়ে নিশ্চিত করবেন। পটুয়াখালী -১ আসন থেকে তিনি নির্বাচন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক এ মন্ত্রী বলেন, এ মুহুর্তেই বলা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি এবং জোটের সার্বিক সিদ্ধান্তের ওপর এটা নির্ভর করছে। এসময় তিনি আরও বলেন, এ মুহূর্তে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উল্লাহ হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদসহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি দুপুর ১২ টায় হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে আসেন। পরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মো. আবু মিয়ার জানাজায় অংশ গ্রহণ করেন।