চৌদ্দগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের খাদ্যসামগ্রী বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যা কবলিত এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান।৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় মতবিনিময় সভা শেষে এসব খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।দারুচ্ছুন্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক শুভপুর ইউপি চেয়ারম্যান আলমগির কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল রফিকুল ইসলাম ।এসময় উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনার পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য ব্যবস্থাপনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এসএম হুমায়ূন কবির, আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রাসহ অন্যরা।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসাটি পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। পরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিরতন করেন।