• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৮:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৮:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি: প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। এখন মহাসড়কের কোথাও কোন যানজট নেই।এর আগে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ হওয়ায় যানজট সৃষ্টি হয়।এ সময় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতীর শোল্লা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। ফলে এই সড়কটুকুতে ধীরগতিতে যানবাহন  চলাচল করে।১৫ জুন শনিবার ভোর চারটা থেকে শুরু হওয়া এ যানজট সকাল দশটা পর্যন্ত স্থায়ী হয়। বেলা সাড়ে দশটার পর থেকে  মহাসড়কের যানজট স্বাভাবিক হতে থাকে।পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ভোর রাতে সেতুর উপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়।