• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:০৬:২৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:০৬:২৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ কিশোরকে আটক করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। ১৯ মার্চ মঙ্গলবার আটক কিশোরদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।আটকরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার তেলিগ্রামের কাজী আমির হোসেনের ছেলে কাজী সামির (১৫), একই গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে কাজী আল আমিন (১৫), আবু হানিফের ছেলে শাকিবুল হাসান ফাহিম (১৪) ও আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুন জিহাদ (১৩ )। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা পড়ুয়া।লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, ১৮ মার্চ সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে তেলিগ্রাম থেকে তাদের আটক করা হয়। ঘটনায় আগে কয়েকজন কিশোর রেললাইনের উপর ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে একটি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পর চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।পরে ফেলে রাখা স্কুল ব্যাগ তল্লাশি করে ও ব্যাগের ভেতর থেকে রেললাইনের ৩টি বিয়ারিং প্লেট ও তাদের জন্মনিবন্ধনের কপি পাওয়া যায়। এর সূত্র ধরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এর আগে ১৭ মার্চ রোববার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশনের দক্ষিণে তেজের বাজার শিহর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ১৮ বগির মধ্যে ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ১০ জন আহত হয়েছে।