সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশির মৃত্যু
সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।৪ ডিসেম্বর বুধবার সকাল ৯টার দিকে সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। নিহত আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।নিহতের ছেলে জিয়াউর রহমান বলেন, তার বাবা প্রায়ই সীমান্তের ওপারে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য যেতেন। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালেও কাঠ আনতে গিয়ে আর ফিরে আসেননি। বুধবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা কালাইরাগ সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে কাঠের বোঝা পড়েছিল।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিক পাওয়া তথ্যমতে, ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএসএফ মরদেহ হস্তান্তর করেছে।