• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৯:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৯:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

শাবিপ্রবির নতুন উপাচার্য ড. সরওয়ারউদ্দিন চৌধুরী

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮ সেপ্টেম্বর বুধবার উপসচিব রোখশানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ডক্টর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়।নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।পৃথক প্রজ্ঞাপনে শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাজেদুল করিমকে প্রো-ভিসি’র দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী চার বছরের জন্য তাদের এই নিয়োগ বহাল থাকবে।এছাড়া কোষাধ্যক্ষ পদ নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।