• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৪:৩০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৪:৩০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

সরকার গঠন করবে জামায়াত: শাহজাহান চৌধুরি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম ফটিকছড়ির দক্ষিণাঞ্চলের জনপদে গঠিত আওয়ামী লীগের দুর্গে শক্তি মহড়া দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।১৬ নভেম্বর শনিবার বিকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদি বাজারে কেন্দ্রীয় ইদগাহ মাঠে বিশাল প্রীতি সম্মেলন আয়োজন করে দক্ষিণ ফটিকছড়ি জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরি।শাহজাহান চৌধুরি বলেন, ১৯৭২ সালে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান সংসদে দম্ভ করে করে বলেছিলেন, জামায়াতকে দাবিয়ে দিছি। অথচ নিয়তির নির্মম পরিহাস আজ শেখ মুজিব সাহেব এবং তাঁর দল নিশ্চিহ্ন হয়ে গেছে।জামায়াতের কর্মপরিষদ সদস্য আরও বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস সাহেব জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন অতীতে বাংলাদেশের কোন রাষ্ট্র প্রধান এভাবে স্পষ্ট ভাষায় সাহসী বক্তব্য দিতে পারেন নাই।ফটিকছড়ির সাবেক এক সংসদ সদস্যকে ইঙ্গিত করে শাহজাহান চৌধুরি বলেন, আপনি ধর্মের নামে ব্যবসা করেছেন, ফ্যাসাদ সৃষ্টি করেছেন। ১৪ দলে থেকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন।তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলের সকল সংসদ সদস্যদের অবৈধ সম্পদ আগামী এক মাসের মধ্যে বাজেয়াপ্ত করা হবে। ফটিকছড়ির দক্ষিণাঞ্চলের জনপদে জামায়াতে ইসলামীকে সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। এখন জুলুমবাজরা পালিয়েছে।সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন সিকদার। অধ্যক্ষ মাওলানা আ.ন.ম আব্দুশ শাকুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নুরুল আমিন চৌধুরি, সৈয়দ আব্দুল মোনায়েম, অধ্যক্ষ নুরুল আমিন, অধ্যাপক ফজলুল করিম ও নাজিম উদ্দিন সিকদার।এছাড়াও বক্তব্য দেন, আব্দুর রহিম, অধ্যাপক সেলিম উদ্দিন, মাওলানা তৈয়ব আলী নূরী, মাস্টার নজরুল ইসলাম, আবু জাফর মোহাম্মদ আলম ও খোরশেদুল আলম ফিরোজ।