ইটনায় কলেজের অধ্যক্ষসহ দুইজন শিক্ষকের অব্যাহতি
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিনসহ প্রফেসর রেহান মুকবুল এবং প্রফেসর জসিম উদ্দিন ছাত্র সমাজের বিভিন্ন দাবির প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি নিয়েছেন।২১ আগস্ট বুধবার সকালে আবারও রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষসহ দুইজন শিক্ষককে অব্যাহতি নেওয়ার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ছাত্র সমাজ।এতপর ছাত্র সমাজের বিভিন্ন দাবির প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি নিতে রাজি হন রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিনসহ প্রফেসর রেহান মুকবুল এবং প্রফেসর জসিম উদ্দিন।সাবেক শিক্ষার্থী ফারহান টি নাজমুল জানান, গতকালের কর্মসূচি অনুযায়ী আজকে কলেজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ছাত্র সমাজ। যার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিনসহ প্রফেসর রেহান মুকবুল এবং প্রফেসর জসিম উদ্দিন অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত জানান।বিষয়টি নিশ্চিত করে ইটনা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, মৌখিকভাবে অধ্যক্ষসহ দুইজন অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।