উপাচার্যের বক্তব্য বিকৃত করার প্রতিবাদে কুবিতে মানববন্ধন
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের বক্তব্যকে 'বিকৃত করে গণমাধ্যমে সংবাদ প্রচারের' প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি গ্রুপ।এই সময় তারা 'বিতর্কিত' সংবাদ পরিবেশনকারী সংবাদকর্মীর শাস্তি, ক্ষমা চাওয়ার দিয়ে দুই দিনেও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ওই সংবাদকর্মীর সঙ্গে যুক্ত সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবি জানান।২ আগস্ট বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় এই সম্মিলিত মানববন্ধন করেন তারা।মানববন্ধনে কুবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন বলেন, 'বর্তমান উপাচার্যের নেতৃত্বে যখন আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় এগিয়ে যাচ্ছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে হয়েছে, সেই সময় যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপাচার্যকে হেয় করতে চেয়েছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। যারা মিথ্যা সংবাদ প্রচার করেছে তাদের সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এবং তদন্ত কমিটি গঠন করে তাদের বহিষ্কার করতে হবে।'এ সময় আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক এন এম রবিউল, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আইনুল হক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি দীপক চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো. মহসীন, ছাত্রলীগ নেতা ম. রকিবুল হাসান রকি প্রমুখ। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সাথে দাবিগুলো নিয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তদন্ত কমিটির মাধ্যমে বক্তব্য বিকৃতির অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।