কালবৈশাখীর তাণ্ডবে চৌদ্দগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম ও গুণবতীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।১৬ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে আকস্মিক কালবৈশাখী ঝড়ে চৌদ্দগ্রামের বেশ কিছু জায়গায় ঝড়সহ শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।এ সময় কয়েকশ’ বাড়ির চাল উড়ে গেছে। বিশেষ করে গুণবতী ইউনিয়নের কয়েকটি গ্রামে কালবৈশাখীর তাণ্ডবে বড় বড় গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। ধসে পড়েছে একাধিক কাঁচা বাড়ি।গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। রাত থেকে গুণবতী পল্লী বিদ্যুৎ ২ জোনাল অফিসের ডিজিএম মাহবুব জিয়ার নেতৃত্বে পল্লী বিদ্যুতের মাঠকর্মীরা লাইনের উপর পড়ে থাকা গাছ কেটে রাত ৩টার দিকে কয়েকটি ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ লাইন চালু করেন।