চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের বিচার দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ
ঢাকা কলেজ প্রতিনিধি: রংপুরে চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের ঘটনায় ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজ দক্ষিণ ছাত্রাবাসের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ ঘটনার দীর্ঘ সময় পার হলেও প্রশাসন অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত পৌনে ১১টায় কলেজের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নায়েমের গলি হয়ে মূল ফটকে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।এ সময় ঢাকা কলেজ শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, রংপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে দাদার বয়সী একজন নরপিশাচের মতো ধর্ষণ করেছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ ধর্ষককে ধরতে পারে নাই। বিগত সময়েও ২০২১ সালে ঢাকায় ধর্ষণের পর এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? প্রশাসন আওয়ামী লীগ ও ধর্ষকদের দোসর হিসেবে কাজ করছে কিনা এটা সন্দেহের বিষয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবি করছি।এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; আমার বোন ধর্ষিত কেন, প্রশাসনের জবাব চাই; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদে ফাঁসি চাই; আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই; চব্বিশের বাংলায়, ধর্ষকদের ঠাঁই না ;বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে।উল্লেখ্য, রংপুরের মিঠাপুকুর উপজেলায় শুক্রবার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে রুহুল আমিন (৫৫) নামের এক সার্ভেয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান। ধর্ষণের পর অসুস্থ অবস্থায় শিশুটিকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।