রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ
রংপুর ব্যুরো: রংপুরে শেখ রাসেলের জন্মদিনে রংপুর মেডিকেল কলেজ (রমেক) ক্যাম্পাসে এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগের শহিদ শেখ রাসেল ভেষজ বাগান প্রতিষ্ঠা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।১৮ অক্টোবর বুধবার বিকেলে রংপুর মেডিকেল ক্যাম্পাসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফার নির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিকের তত্ত্বাবধানে সহ-সভাপতি শাহাজাহান হাওলাদার ম্যাক্স ও স্বনাপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামালের সহযোগিতায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম সুইটের নেতৃত্বে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেখ রাসেল ভেষজ বাগান প্রতিষ্ঠা করা হয়।যেখানে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ৬০টি বিভিন্ন জাতের ভেষজ চারাগাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, রংপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, ফুয়াদ হাসান সাগর, মহিদুল ইসলাম, ইয়ামিন, আশিকুর রহমান, শোভন, শাহিন, ডালিমসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী।রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম সুইট বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলিজার টুকরোর ৬০তম জন্মদিনে ৬০টি ভেষজ চারাগাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি ঔষুধী গাছগুলোর উপকারীতা যেন আশপাশের জনগণ নিতে পারে, সেই ব্যবস্থা করা হবে।এ কর্মসূচি শেষে শহিদ শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত সকল শহিদদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।