• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:১১:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:১১:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

বিতর্ক প্রতিযোগিতায় শেকৃবিকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ

কবি নজরুল কলেজ প্রতিনিধি: রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কবি নজরুল সরকারি কলেজ।৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের হল রুমে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের হয়ে বিতর্ক করেছেন শাফায়াতুর রহমান, আসিফ আলমগির, শাহীন আলম শরীফ, আশিকুর রহমান সরল এবং তাহমিনা আক্তার খুকুমণি।ফলাফল ঘোষণার পর বিতর্ক ক্লাবের সভাপতি জাকারিয়া বারি বলেন, কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের পথ চলা এত সহজ ছিল না। ২০১৯ সালে ক্লাব প্রতিষ্ঠা লগ্নে বহু চড়াই উতরাই পার করে আজকের এই অবস্থান তৈরি হয়েছে। আজ থেকে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের রানারআপ ট্যাগ মুছে চ্যাম্পিয়ানের মুকুট পড়েছে। এই জয় কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের মেধাবী বিতার্কিক শহিদ জিহাদ হোসেনের জন্য উৎসর্গকৃত।এসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরি কিরণের সঞ্চালনায় মতিউর রহমান চৌধুরি, কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর মিল্কি আমাতুন মুগনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. নুরুননাহার লিনা, কলেজের বিতর্ক ক্লাবের সদস্যসহ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।