• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ১২:৪০:২৫ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ১২:৪০:২৫ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে দেড় হাজার শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: বিবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, প্রয়াত সাবেক শ্রমিক নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় দেড় হাজার শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।১ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার রথখলা ময়দানে পৌর শ্রমিক দল ও জেলা অটো রিকশা ভ্যান শ্রমিক দলের আয়োজনে এ আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়।সাবেক মেয়র আলহাজ আবু তাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গির আলম মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক প্রমুখ।এ সময় সাবেক মেয়র আলহাজ আবু তাহের মিয়া বলেন, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও আপনাদের পাশে থাকব। আমি যেন আরও বেশি করে আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারি সেই দোয়া করবেন।