• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৫:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৫:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন অনুপ কুমার হালদার

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে বাগেহাটের মোংলা উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক অনুপ কুমার হালদার। তিনি গত ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি থেকে মোংলা উপজেলার আমড়াতলা-চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত রয়েছেন।বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মানদণ্ড যাচাইবাচাই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের ফলাফলের ওপর মোংলা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সনদে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে আমড়াতলা চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) অনুপ কুমার হালদারকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা দেওয়া হয়।এ বিষয়ে আমড়াতলা চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বাসুদেব কুমাম পাল জানান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান, উপকরণ ব্যবহার, প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পারদর্শিতা, অংশীজনের প্রতি সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, সততা, চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, প্রযুক্তির ব্যবহার ও মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ দক্ষতা, পুস্তক প্রণয়ন, পেশাগত সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় উদ্ভাবনী ও উত্তম চর্চার নিদর্শন, আর্থিক শৃঙ্খলা এবং কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পারদর্শিতার বিচারে অনুপ কুমার হালদার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন। শ্রেষ্ঠ এই শ্রেণি শিক্ষক সবসময় নিজেকে শিক্ষার বিভিন্ন কল্যাণমূলক কাজে সম্পৃক্ত রাখেন।তিনি আরও জানান, আমাদের সহকারী শিক্ষক অনুপ কুমার হালদার তার পেশাগত দায়িত্ব যথারীতি সুনামের সাথে পালন করায় অল্পদিনের মধ্যে একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে তার সুখ্যাতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে অনুপ কুমার হালদার বলেন, এ অর্জন আমার একার নয়। এর জন্য আমার প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বাবু বাসুদেব কুমাম পালসহ আমার সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। এই কৃতিত্ব ধরে রাখতে আমি সর্বদা চেষ্টা করবো।