• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৩৯:২৩ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৩৯:২৩ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরিকে আটক

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্কুল দপ্তরি বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এঘটনায় দপ্তরিকে আটক করেছে পুলিশ।১৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।৪২ বছর বয়সী কাজী সুমন মিয়া উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসির উদ্দিনের ছেলে। এর আগে বুধবার সকালে শিক্ষার্থীর মা বাদি হয়ে ওই দপ্তরি নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছুটি হওয়ার পর দুইজন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। প্রাইভেটের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলে। শিক্ষার্থী চশমা নিতে যায়। ওই সুযোগে দপ্তরির কাছে পড়তে থাকা শিক্ষার্থীর শ্লীলতাহানি করে। শিক্ষার্থী চশমা নিয়ে এসে দেখতে পেলে শিক্ষার্থীকে ছেড়ে দেয়। প্রাইভেট শেষ করে শিক্ষার্থী বাড়ি আসলে শিক্ষার্থী যখন শরীরের গেঞ্জি খুলে তখন শিক্ষার্থীর মা শরীরে জখম দেখতে পাই। শিক্ষার্থীর মা জিজ্ঞাসা করলে তখন কান্নাকাটি করে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানান।শিক্ষার্থীর চাচা অন্তর বলেন, এর আগেও এই দপ্তরি ওর সাথে এমনটা করছে। ভয়ে এর আগে বাড়িতে বলে নাই। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। ওর বুকে জখম দেখতে পেলে ওর মা জিজ্ঞাসা করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো তাহলে বড় ধরনে অঘটন হতো।বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনী আমাদেরকে জানায়।পরে রাতেই দপ্তরিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।