• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০২:২৫:৫৩ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০২:২৫:৫৩ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

৪০ জন এমপিকে ঘুস দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ষড়যন্ত্র করেছিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর আমলে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, যার নেপথ্যে রয়েছে মার্কিন সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদন।প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে মালদ্বীপের বিরোধী দল মলদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ভারতের সহযোগিতা চেয়ে মুইজ্জুকে ইমপিচ (পদচ্যুত) করার চেষ্টা করেছিল।ওই প্রতিবেদনে জানানো হয় যে, ভারতের কাছ থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৫১ হাজার কোটি টাকারও বেশি) সহায়তা চাওয়া হয়। তবে, মুইজ্জুকে সরানোর পরিকল্পনা সফল হয়নি বলে উল্লিখিত হয়েছে।‘ওয়াশিংটন পোস্ট’ আরও জানায় যে, মুইজ্জুকে অপসারণের জন্য মালদ্বীপের পার্লামেন্টের ৪০ জন সদস্যকে ঘুস দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই ৪০ জনের মধ্যে মুইজ্জুর নিজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)-এর সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন। তবে, পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত সংখ্যক ভোট নিশ্চিত করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মুইজ্জুকে সরানোর এই পরিকল্পনা নিয়ে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে আলোচনা হয়েছিল মালদ্বীপের বিরোধী দলগুলোর। তবে, ভারতের সরকারি ভূমিকা সম্পর্কে প্রতিবেদনে কিছু নির্দিষ্ট তথ্য প্রদান করা হয়নি।মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং বিরোধী দলের প্রধান মোহাম্মদ নাসিদ এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এ ধরনের পরিকল্পনার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। আমি মনে করি, ভারত কখনোই এই ধরনের পদক্ষেপ সমর্থন করবে না, কারণ তারা মালদ্বীপের গণতান্ত্রিক ব্যবস্থা সমর্থন করে।”এখন পর্যন্ত এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।