• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩২:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩২:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে ৩ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি: নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে দুপাড়ের যানবাহন। এতে প্রায় দুপাড়ের ৩ শতাধিক যানবাহন আটকা পড়েছে। ২ নভেম্বর শনিবার রাত তিনটার দিকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।ঘাটে অপেক্ষারত যানবাহন চালকরা জানান, পাড়ের জন্য দীর্ঘ সময় ঘাট এলাকায় অপেক্ষা করায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমাদের কাঁচামালসহ নানা পণ্য রয়েছে যানবাহনে। সময়মতো পারাপার করতে না পারলে আমাদের এবং মহাজনদের বড় ক্ষতি হয়ে যাবে। তাই প্রশাসন অতিদ্রুত নাব্যতা সংকট নিরসন করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।বিআইডব্লিউটিসি এর আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির উদ্দীন জানান, নাব্যতা সংকটের কারণে নৌ চ্যানেলে ফেরি আটকা পড়ায় শনিবার রাত তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ঘাটের উভয় পাড়ে প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা সংকট নিরসন করে অতি দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।