• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৫:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৫:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির প্রাচীনতম দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও মাদ্রাসার যৌথ আয়োজনে সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।১৬ নভেম্বর শনিবার সকালে দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির কৃতি সন্তান ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম।প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষকরা হচ্ছে জাতি গঠনের কারিগর। মাদ্রাসার পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে তা সত্যিই প্রশংসার  দাবিদার। তিনি এই জন্য প্রাক্তন শিক্ষার্থী ও মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ভূজপুর থানার ওসি আরজুন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুহাম্মদ আল কাদেরী, সাবেক ইউপি চেয়ারম্যান ইউছুপ জাফর চৌধুরি শাহিন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীসহ আরও অনেকে।এদিন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।