• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:২০:৩৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:২০:৩৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ১৮ জুন শুক্রবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে এই বিদ্যালয় থেকে ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১০০ জন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তি প্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করার মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। সেই সাথে বিদ্যালয়ের ১৭ জন মেধাবী ও দরিদ্র ছাত্রদের মাঝে আনোয়ার উদ্দিন শিকদার ও মো. বিল্লাল হোসেন বিশ্বাস মেমোরিয়াল স্কলারশিপের সহযোগিতায় ৫ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়।মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী বলেন, এই বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের সার্বিক আয়োজন ও উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যেসব কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে আজ অনুপ্রানিত করা হল। তাদের সেই প্রতিদান হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বলেন, এই স্কুলের ১৯৫০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি পাসকৃত সকল শিক্ষার্থীদেরকে নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, ‘এই স্কুলের উন্নয়ন করা এবং যারা এসএসসি পাস করে বিভিন্ন স্থানে চলে যাবে তাদের লেখাপড়াসহ বিভিন্ন ভালোমন্দের দ্বায়িতসহ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা করা।’এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন, বিদ্যালয়ের উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য মাসুদুল কামরুল হক, খবিরুল আলম চৌধুরীসহ শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।