• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৩:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৩:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

অস্থায়ী ক্যাম্প করে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পুনঃসংস্কার ও চালু না করা পর্যন্ত অস্থায়ী ক্যাম্প করে মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।২৭ জুলাই শনিবার দুপুরে মাধবদী পৌরসভা কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।এ সময় সাবিরুল ইসলাম বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নিজেরাই তাদের ক্ষতির পরিমাণ নির্ণয় করছে। আমরা যাচাই করে ক্ষতির পরিমাণ বলতে পারব। সহিংসতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় মামলা করা হয়েছে। পুলিশ সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।এর আগে তিনি দুষ্কৃতকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নরসিংদী কারাগার, জেলা পরিষদ কার্যালয়, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী সরকার রাখী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক প্রমুখ।