হাওরের অল-ওয়েদার সড়ক ভাঙার পরিকল্পনা নেই: সড়ক ও সেতু উপদেষ্টা
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে কিশোরগঞ্জের ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন হাওরে যে অল ওয়েদার সড়কটা হয়েছে এখন আমরা এটার ভালো মন্দ নিয়ে আর কোনো বিতর্ক করবো না। কিন্তু এই সড়কের ফলে যেসব সমস্যাগুলো আছে সেগুলো আগে সমাধান করবো।২১ ডিসেম্বর শনিবার সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রীয় সফরে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, হাওরের সাথে কিশোরগঞ্জ শহর এবং সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা বিষয়টা অগ্রাধিকার দেওয়া হবে। এখন থেকে অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কাজ করবে না, মাঠ পর্যায়ে এসে মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায় ওটাই পর্যালোচনা করে তারপর কাজ করবে। একটা বিষয় বারবার আলোচনা হচ্ছে, হাওরের রাস্তার জন্য সিলেটে বন্যা হচ্ছে এটার কারণ হচ্ছে হাওরের সব নদীগুলো পলিমাটি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা পানিসম্পদ সচিবের সাথে কথা বলেছি সমাধানের জন্য।এ সময় উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরি।উল্লেখ্য, ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটারের অলওয়েদার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। ২০২০ সালের ৮ অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে হাওরের বিস্ময় কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।