• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:০৭:২৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:০৭:২৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের বাজারে আগুন থামছেই না। এখনো ঈদের আমেজ থাকলেও কমেনি নিত্যপণ্যের দাম। চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ‍মুরগি। প্রধান সবজি আলুর বাজারও চড়া। ২১ জুন শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ-মধুবাগসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।এসব বাজারে ঈদের অনেকটা আমেজ দেখা গেছে। অন্যান্য শুক্রবার সকালে এসব বাজারে ভিড় থাকলেও আজ তেমনটা চোখে পড়েনি। ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের একটা অংশ এখনো ঢাকায় না ফেরায় বাজারগুলোতে এখনো ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি।কারণ হিসেবে পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, ঈদের বন্ধের মধ্যে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম। এ কারণে কাঁচা মরিচসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। কারওয়ান বাজারে দেখা যায়, দেশের মানুষের প্রধান সবজি আলু পাইকারিতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজও।দাম বাড়ার তালিকায় আছে ব্রয়লার মুরগিও। ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা বিক্রি হয়েছিল। আজ বিভিন্ন বাজারে তা ১৯০-২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজি। এছাড়া লেয়ার মুরগি লাল ৩০০-৩২০ দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকার ওপরে।বাজারে সরবরাহ কম থাকায় সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকার মতো বেড়েছে। আজ বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচের কেজি ছিল ২০০ থেকে ২২০ টাকা।মুরগির দাম বাড়লেও কমেছে বাদামি ডিমের দাম। ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিমের দাম। কারওয়ান বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা।বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। এছাড়া গোল বেগুন ৮০-৯০ টাকা, পটল ৫০-৬০, চিচিঙ্গা ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, মান ও সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা, ছোট সাইজের মিষ্টি কুমড়া ১০০-১২০ টাকা, জালি ৫০-৬০ টাকা, পেঁপে ৪০-৫০, কাঁচা কলা ৯০ টাকা ডজন বিক্রি হতে দেখা গেছে, যা গেল সপ্তাহে ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছে।এছাড়াও পাট শাকের আঁটি ১৫-২০, কলমি শাক ১০-১৫, পালং ১০-১৫ টাকা, লাউ শাক ৩০-৪০, লাল শাক ১৫ টাকা, পুঁই শাক ৩০-৪০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। তবে বাজারে দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।মাছের বাজারে দেখা গেছে, ২০০ টাকার নিচে তেমন কোনো মাছ নেই। সাইজভেদে তেলাপিয়া ২০০-২৩০ ও পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা।