নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্য মূল্যের সবজি বাজার
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাজার সিন্ডিকেট ভাঙার জন্য এবং নিম্ন আয়ের পরিবারের সুবিধার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং জয়যাত্রা ও যুব সংসদের উদ্যোগে ন্যায্য মূল্যের সবজি বাজার পরিচালনা করা হচ্ছে।ছাত্রদের এই আয়োজনটি নারায়ণগঞ্জ সদর উপজেলার আমতলায় আজ ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে এই কার্যক্রম শুরু হয়।এতে নিম্ন আয়ের ক্রেতারা অত্যন্ত খুশি। সুলভ মূল্যে তাদের প্রয়োজনীয় সবজি ক্রয় করতে পারছেন।জানা যায়, এই আয়োজনটি প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল ৮টা থেকে ফতুল্লার বিভিন্ন স্পটে করা হয়ে থাকে।এ সময় নারায়ণগঞ্জের একজন ছাত্র সংগঠক বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাজার সিন্ডিকেট ভাঙার জন্য তৎপর রয়েছি। সাধারণ জনগণ ও নিম্ন আয়ের মানুষের নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার যেন ন্যায্য মূল্যে পেতে পারেন, তার জন্য কাজ করছি আমরা।