• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩১ রাত ০২:১২:৫৯ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩১ রাত ০২:১২:৫৯ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ সমাপনী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপাওয়ারিং গার্লস অ্যান্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের ৩০ জন প্রশিক্ষার্থীদের ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।৩০ ডিসেম্বর সোমবার বিকেলে শিমুলবাড়ি নারী উদ্যোক্তা মঞ্চে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ও উদয়াঙ্কুর সেবা সংস্থা বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, প্রজেক্ট অফিসার আব্দুল কুদ্দুস সরকার, কেস ওয়ার্কার রিম্পা রানি রায়, এনামুল হক, কমিউনিটি মবিলাইজার রুহুল আমিন, গীতা রানি পালসহ আরও অনেকে।