জলঢাকায় সহকারী অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় নীলফামারীর জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষক তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় জলঢাকা সরকারি মহাবিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এ ব্যাপারে জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান বলেন, গত প্রিন্সিপাল রিটায়ারমেন্ট করার পর আমি প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক থেকে সবরকম বিধি বিধান মেনে এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সম্মতিক্রমে এই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করি। প্রতিষ্ঠানে কোনো অনিয়ম দলীয় বিভাজন, দলীয় করণ করা হবে না। একটি আদর্শ শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান সার্বিক উন্নয়নে অনেক দূর এগিয়ে নেওয়া হবে। স্বচ্ছ জবাবদিহিতার সাথে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি।এ ব্যাপারে অভিযুক্ত সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ, সহকারী শিক্ষকগণ, কলেজ শাখার ছাত্র শিবির, ছাত্রদলের নেতাকর্মীসহ আরও অনেকে।